নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইলে ঐতিহ্যবাহী রাজাপুর ফাজিল মাদরাসায় অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাদরাসার প্রতিষ্ঠাতা মাওলানা আফতাব উদ্দিনের সভাপতিত্বে ও মো.ফারুক মিয়ার সঞ্চালনায় শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১১ টায় মাদরাসার হলরুমে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইনফিনিটি, রিচম্যান ও লুবনান গ্রুপের চেয়ারম্যান,শিক্ষানুরাগী ও রাজাপুর ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব মোঃ জুনাইদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওলানা আফতাব উদ্দিন ওয়ালফেয়ার ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ ওয়ালীউল্লাহ,অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মুহিবুল্লাহ আজাদ।
এসময় আরো বক্তব্য রাখেন,সহকারী অধ্যাপক মাওলানা শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক সাকের আহমেদ,শাহিন ভুইঞা,নজরুল ইসলাম,ফজলুল হক, রকিব রব্বানী রাহাদ,আব্দুল হেকিম, সোহেল রানা প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ঐতিহ্যবাহী রাজাপুর ফাজিল মাদরাসা ৭৫ বছরের পুরনো ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান। শুরু থেকে এ প্রতিষ্ঠান সুনামের সহিত পরিচালিত হয়ে আসছে। অতিতের মত মাদ্রাসার সুনাম রক্ষার্থে এলাকার অভিভাবক ও সুধীজনদের ঐক্যবদ্ধ হয়ে মাদ্রাসার পাশে থাকার আহবান জানান। তাছাড়া মাদ্রাসার শিক্ষাকে আধুনিক যুগোপযোগী ও সৃজনশীল করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

