ঢাকাবুধবার , ৩ ডিসেম্বর ২০২৫
  1. Crackers
  2. Cracks
  3. Finders
  4. Keytools
  5. Patchers
  6. অপরাধ
  7. অর্থনীতি ডেস্ক
  8. আন্তর্জাতিক
  9. ইতিহাস
  10. কৃষি ও ঐতিহ্য
  11. খেলা
  12. চাকরি
  13. জাতীয়
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

পাকুন্দিয়া প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি: চার বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা হয়নি, একটিতে তালাবদ্ধ

আবু হানিফ, পাকুন্দিয়া প্রতিনিধি
ডিসেম্বর ৩, ২০২৫ ৩:৫৭ অপরাহ্ণ
Link Copied!

আবু হানিফ, পাকুন্দিয়া প্রতিনিধি::  প্রাথমিক শিক্ষকদের চলমান কর্মবিরতির কারণে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। শিক্ষার্থীরা পরীক্ষা দিতে এসে ফিরে গেছে। তবে উপজেলার বেশির ভাগ বিদ্যালয়ে পরীক্ষা স্বাভাবিকভাবে সম্পন্ন হয়েছে।

জানা গেছে, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা চলমান কর্মবিরতি সাময়িক স্থগিত করায় আজ বুধবার থেকে সারাদেশে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। কিন্তু প্রাথমিক শিক্ষকদের আন্দোলন অব্যাহত থাকায় কিছু প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার কার্যক্রম ব্যাহত হয়।

পাকুন্দিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৪টি প্রাথমিক বিদ্যালয় ছাড়া বাকি সব প্রতিষ্ঠানে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

পরীক্ষা না নেওয়া বিদ্যালয়গুলো হলো—সাটিয়াদী পরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বন্দিগা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আহুতিয়া আলিম উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়, এদিকে তারাকান্দি-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ম শিফটের পর সহকারী শিক্ষকরা দ্বিতীয় শিফটের পরীক্ষা বন্ধে বাধা সৃষ্টি করেন। পরে সংশ্লিষ্ট শ্রেণিকক্ষ তালাবদ্ধ করে রাখা হয়।

কেন এই কর্মবিরতি? প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, দেশে বর্তমানে ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৩ লাখ ৮৪ হাজারের বেশি শিক্ষক রয়েছেন। সহকারী শিক্ষকরা ১৩তম গ্রেডে বেতন পেলেও প্রধান শিক্ষকরা ইতোমধ্যে ১০ম গ্রেডে উন্নীত হয়েছেন।
এ অবস্থায় গ্রেড উন্নীতকরণসহ কয়েকটি দাবিতে সহকারী শিক্ষকরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন।

তাদের প্রধান দাবিগুলো—সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন নির্ধারণ, ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যার সমাধান, শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা, গত ৮–১১ নভেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে টানা অবস্থান কর্মসূচি পালনকালে পুলিশের হামলায় দেড় শতাধিক শিক্ষক আহত হন। পরে প্রাথমিক ও গণশিক্ষা এবং অর্থ মন্ত্রণালয়ের আশ্বাসে শিক্ষকরা কর্মবিরতি প্রত্যাহার করেছিলেন। কিন্তু প্রতিশ্রুতি বাস্তবায়নে অগ্রগতি না হওয়ায় ২৭ নভেম্বর থেকে তারা আবার কর্মবিরতি শুরু করেন।

তবে মন্ত্রণালয় আপাতত সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড দেওয়ার সুপারিশ করলেও সেটিও বাস্তবায়ন হয়নি বলে শিক্ষকরা অভিযোগ করেন।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।